বরাক উপত্যকার নানা অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে চলেছে লিও ক্লাবস্। লিও ক্লাব অব শিলচর গ্রেটার এর মধ্যে অন্যতম। শিলচরের নানা অঞ্চলে প্রায়সয়ই নানান কাজে এবং জরুরী কালীন অবস্থায় তারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন বারবার। এরমধ্যে একটি মহৎ কাজ হল রক্তদান।এতে তাদের উৎসাহ যোগাচ্ছে তাদের অভিভাবক সংস্থা লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার। তারা একাধিক যুবক-যুবতীদের সঠিক পথে এবং সমাজের প্রতি জাগরিত ও উৎসাহিত করে চলেছেন।রক্তের চাহিদা মেটাতে প্রায়ই তারা রক্তদাতা জোগাড় করে দেন কিংবা নিজের রক্ত দান করেন। এই করোনাকালে ও এর কোন ব্যতিক্রম ঘটেনি।লিও ক্লাব অব শিলচর গ্রেটার তাদের প্রতিষ্ঠালগ্ন থেকেই বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রক্তদান করে আসছেন।
৬ আগস্ট ক্লাবের সদস্য রওশন কুমার সিং একজন প্রি-অপারেটিভ রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করেন।
ক্লাবের সহ-সভাপতি রিসভ পুরকায়স্থ গতকাল ১০ আগস্ট একজন ১০ বছরের ক্যান্সারে আক্রান্ত শিশুকে রক্তদান করেন।
১১ আগস্ট, বুধবার লিও ক্লাব অব শিলচর গ্রেটারের পি আর ও নিজের ঠাম্মা এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একজন ক্যান্সার রোগীকে রক্ত দান করেন। রক্তদান চলাকালীন রক্তদাতাদের সঙ্গে থেকে তাদের উৎসাহ বাড়ান লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি তথা ডিস্ট্রিক্ট ৩২২ জি এর রিজিয়ন চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত, লায়ন্স ক্লাবের কমিউনিকেশন এবং মার্কেটিং চেয়ারপার্সন শিভম দাস, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভানেত্রী নেহা চক্রবর্তী, সার্ভিস ডিরেক্টর সৌম্যজ্যোতি ভট্টাচার্য্য। দুস্থদের রেশন সামগ্রী বিতরণ, দিব্যাঙ্গ এবং বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মানুষদের প্রয়োজনীয় সামগ্রী যোগান, পশুপাখিদের খাদ্য সামগ্রী বিতরণ , পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ইত্যাদি নানাবিধ কাজ তারা প্রায়ই করে থাকেন।